Tangail Jamdani Saree – টাংগাইল জামদানি শাড়ি। জামদানি কে জামদানি বলতে হবে। ফুলদানি বললে হবে না। যদিও দুটো শব্দের অর্থ একই। জামদানি শব্দটি পার্সিয়ান। জাম অর্থ ফুল আর দানি অর্থ পাত্র। জামদানি কিন্তু একটি হস্তশিল্প। সুক্ষ মসলিন সুতার উপর হাতে বোনা ফুল। বর্তমানে শুধুমাত্র ফুল ছাড়াও অন্য যেকোনো কারুকার্যের জামদানি শাড়ি হতে পারে। যেমন আমাদের প্রিয় ফল আম। যদিও কথা ছিল জামদানি শুধুমাত্র সুক্ষ মসলিন সুতার উপর হাতে বোনা হবে। কিন্তু কে শোনে কার কথা। বর্তমানে সিল্ক এর উপরও জামদানি পাওয়া যায়।
মুঘল সাম্রাজ্যের উপর নির্মিত সঞ্চালন ছবি গুলো দেখলে দেখতে পাবেন রাণী, রাজকুমারী, এবং তাদের সহচরীদের, প্রত্যেকেই জামদানি শাড়ি পড়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যিকার অর্থে মোঘল সাম্রাজ্যের সময় জামদানি শাড়ির ব্যাপক উৎপাদন এবং প্রচারণা পায়। আর ইংরেজরা আসলে যা হয়। নিজেদের পছন্দের জিনিস অন্যের উপর চাপিয়ে দিয়ে অন্যের পছন্দের জিনিস কেড়ে নেয়। জামদানির ক্ষেত্রেও এর বিকল্প ঘটেনি। থুবড়ে পড়েছিলো সেইসময়।
জামদানির কথা আসলেই ঢাকাই জামদানির কথা সবার আগে মনে আসে। কিন্তু টাংগাইলের জামদানি কি কম যায়? বর্তমানে খুব ভালো মানের জামদানি টাংগাইলের তাঁতিরা তৈরি করেন। বিশ্বাস না হলে আমাদের কালেকশন গুলো দেখুন।
খুবই ভাল লাগার মতন একটা পোস্ট । আমি ঐ দিন জামদানী এর ইতিহাস নিয়ে পড়বার সময় এই ওয়েবসাইট এর পোস্ট টা ও অনেক ভাল লেগেছিল চাইলে আপনি এটা পড়ে দেখতে পারেন । https://dusbus.com/bn/dhakai-jamdani-sarrir-jonmokotha-bangladesh/
আপনার কাছে জামদানী নিয়ে কিছু নিউ নিউ পোস্ট আশা করছি । আবার ও একবার ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পোস্ট এর জন্য ।
Pahela/Paila Baishakh/Boishakh (Bengali: পহেলা বৈশাখ, or Bengali New Year Bengali: বাংলা নববর্ষ, Bangla Noboborsho) is the first day of the Bengali calendar, celebrated on 14 April in Bangladesh and 14/ 15 April in the Indian states of West Bengal and Tripura by the Bengali people and also by minor Bengali communities in other Indian states, …
Tangail Tant Industry টাঙ্গাইল তাঁতশিল্প বাংলাদেশের অন্যতম পুরোন কুটিরশিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরী হয় এবং এই জেলার নামেই এর নামকরণ করা হয়েছে। টাঙ্গাইল তাঁতশিল্পের উতপত্তি ও প্রসার: উনবিংশ শতাব্দির শেষ দিকে টাঙ্গাইল তাঁতশিল্প প্রসার পায়। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ওইতিহ্যবাহী মুস্লিন তাঁতীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা …
Tant saree is a traditional Bengali saree and usually used by Bengali women. It is traditionally made by the weavers from all over West Bengal and Bangladesh but typically few places like Murshidabad, Nadia, Hooghly of West Bengal and Dhaka, Tangail of Bangladesh are famous for tant saree weaving. Since the tant saree are meant …
Tangail Jamdani Saree – টাংগাইল জামদানি শাড়ি
Tangail Jamdani Saree – টাংগাইল জামদানি শাড়ি। জামদানি কে জামদানি বলতে হবে। ফুলদানি বললে হবে না। যদিও দুটো শব্দের অর্থ একই। জামদানি শব্দটি পার্সিয়ান। জাম অর্থ ফুল আর দানি অর্থ পাত্র। জামদানি কিন্তু একটি হস্তশিল্প। সুক্ষ মসলিন সুতার উপর হাতে বোনা ফুল। বর্তমানে শুধুমাত্র ফুল ছাড়াও অন্য যেকোনো কারুকার্যের জামদানি শাড়ি হতে পারে। যেমন আমাদের প্রিয় ফল আম। যদিও কথা ছিল জামদানি শুধুমাত্র সুক্ষ মসলিন সুতার উপর হাতে বোনা হবে। কিন্তু কে শোনে কার কথা। বর্তমানে সিল্ক এর উপরও জামদানি পাওয়া যায়।
মুঘল সাম্রাজ্যের উপর নির্মিত সঞ্চালন ছবি গুলো দেখলে দেখতে পাবেন রাণী, রাজকুমারী, এবং তাদের সহচরীদের, প্রত্যেকেই জামদানি শাড়ি পড়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যিকার অর্থে মোঘল সাম্রাজ্যের সময় জামদানি শাড়ির ব্যাপক উৎপাদন এবং প্রচারণা পায়। আর ইংরেজরা আসলে যা হয়। নিজেদের পছন্দের জিনিস অন্যের উপর চাপিয়ে দিয়ে অন্যের পছন্দের জিনিস কেড়ে নেয়। জামদানির ক্ষেত্রেও এর বিকল্প ঘটেনি। থুবড়ে পড়েছিলো সেইসময়।
জামদানির কথা আসলেই ঢাকাই জামদানির কথা সবার আগে মনে আসে। কিন্তু টাংগাইলের জামদানি কি কম যায়? বর্তমানে খুব ভালো মানের জামদানি টাংগাইলের তাঁতিরা তৈরি করেন। বিশ্বাস না হলে আমাদের কালেকশন গুলো দেখুন।
7 replies to “Tangail Jamdani Saree – টাংগাইল জামদানি শাড়ি”
রাইসা ইসলাম
খুবই ভাল লাগার মতন একটা পোস্ট । আমি ঐ দিন জামদানী এর ইতিহাস নিয়ে পড়বার সময় এই ওয়েবসাইট এর পোস্ট টা ও অনেক ভাল লেগেছিল চাইলে আপনি এটা পড়ে দেখতে পারেন । https://dusbus.com/bn/dhakai-jamdani-sarrir-jonmokotha-bangladesh/
আপনার কাছে জামদানী নিয়ে কিছু নিউ নিউ পোস্ট আশা করছি । আবার ও একবার ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পোস্ট এর জন্য ।
Sakila
টি এ রঙের শাড়ীটার দাম জানতে চাই ? যদি কম দামের মধ্যে হয় তাহলে আমি কিনব।
Sakila
দু:খিত । মনে হয় জলপাই রঙের হবে। শাড়ীটা আমার অনেক আগে থেকেই পছন্দ। যদি সাধ ও সাধ্য একই হয় তাহলে আমি কিনব।
syeda sakila suibal
দু:খিত । মনে হয় জলপাই রঙের হবে। শাড়ীটা আমার অনেক আগে থেকেই পছন্দ। যদি সাধ ও সাধ্য একই হয় তাহলে আমি কিনব।
monoar hossain
আমি কিছু জামদানি শাড়ী পাইকারী কিনতে চাই আপনাদের ঠিকানা জানাবেন আমার মোবাইল নাম্বার. 01914764820
Punit Nagar
Very nice designs.
জালাল উদ্দিন
আমার কিছু টাংগাইল জামদানী লাগবে এই সাড়ি গুলার দাম কেমন জানতে চাই।
Related Posts
Boishakh – The Celebration of Bengali New Year
Pahela/Paila Baishakh/Boishakh (Bengali: পহেলা বৈশাখ, or Bengali New Year Bengali: বাংলা নববর্ষ, Bangla Noboborsho) is the first day of the Bengali calendar, celebrated on 14 April in Bangladesh and 14/ 15 April in the Indian states of West Bengal and Tripura by the Bengali people and also by minor Bengali communities in other Indian states, …
Tangail Tant Industry টাঙ্গাইল তাঁতশিল্প
Tangail Tant Industry টাঙ্গাইল তাঁতশিল্প বাংলাদেশের অন্যতম পুরোন কুটিরশিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরী হয় এবং এই জেলার নামেই এর নামকরণ করা হয়েছে। টাঙ্গাইল তাঁতশিল্পের উতপত্তি ও প্রসার: উনবিংশ শতাব্দির শেষ দিকে টাঙ্গাইল তাঁতশিল্প প্রসার পায়। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ওইতিহ্যবাহী মুস্লিন তাঁতীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা …
Tangail Saree – টাংগাইল শাড়ি
Tant saree is a traditional Bengali saree and usually used by Bengali women. It is traditionally made by the weavers from all over West Bengal and Bangladesh but typically few places like Murshidabad, Nadia, Hooghly of West Bengal and Dhaka, Tangail of Bangladesh are famous for tant saree weaving. Since the tant saree are meant …